ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার নৈরাজ্য করলে, জনগণও পাল্টা নৈরাজ্য করবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
‘সরকার নৈরাজ্য করলে, জনগণও পাল্টা নৈরাজ্য করবে’

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকার যদি নৈরাজ্য সৃষ্টি করে, তবে জনগণও পাল্টা নৈরাজ্য সৃষ্টি করবে। তবে আমরা প্রতিশোধ নিতে চাই না।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (২৫ নভেম্বর) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে।

রিজভী বলেন, প্রেসক্লাবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ছিল। কিন্তু সেটা করতে দেয়নি সরকার। কেননা, সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। তারেক রহমানের নাম শুনলেই ভয় পায়।

তিনি বলেন, বাইরে নানা গুঞ্জন। নানা ঘটনা, নানা গুঞ্জন শোনা যায়। প্রধানমন্ত্রী আপনি বাসভবন থেকে বের হতেন না। এখন আবার বের হচ্ছেন। কিসের এতো ভয় আপনার? এতো আতঙ্ক থাকলে তো দেশ চালাতে পারবেন না।

বিএনপির এ নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে আরো বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়া সত্ত্বেও আবারো বিদ্যুতের দাম বাড়ানো হলো। পাওয়ার প্ল্যান্টগুলো আপনার আত্মীয়ের বলে শোনা যায়। কাজেই বিদ্যুতের দাম বাড়িয়ে আপনার আত্মীয় স্বজনদের পকেট ভর্তি করছেন। সরকার যদি নৈরাজ্য সৃষ্টি করে, তবে জনগণও পাল্টা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে। তবে আমরা প্রতিশোধ নিতে চাই না। আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনের তিনি সেলিম ভূঁইয়ার দ্রুত মুক্তি দাবি করেন।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকার অগণতান্ত্রিক বলেই সকল গণতান্ত্রিক শক্তিকে সহ্য করতে পারে না। বিরোধী অবস্থান নিলেই তাকে জেল জুলুম করা হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আয়োজক সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, যুবদল নেতা গিয়াস উদ্দীন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।