ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রসিক নির্বাচনে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
রসিক নির্বাচনে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী  রংপুরে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নাজমুল আলম নাজু বলেন, খালেদা জিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দিলাম।

দাখিল করা মনোনয়নপত্র নির্ধারিত তারিখে প্রত্যাহার করে নেবো।

তিনি বলেন, আমি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় দলের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা এখন আর থাকলো না। আমরা বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

এসময় জেলা যুবদল সেক্রেটারি সামসুল হক ঝন্টু, যুগ্ম সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, যুবদল নেতা তামজিদুর রশিদ গালিম আকিবুর রহমান মনু, জাকারিয়া ইসলাম জ্যাক, গালিব, লিখন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যপারে বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলা জানান, নাজু আমাদের দলীয় নেতা। এই নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তার আমার প্রতি সমর্থন ও কাজ করার ঘোষণা প্রশংসার দাবিদার।

রসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সহায়ক কর্মকর্তা আবু সাঈম জানান, আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রসিক নির্বাচনে লড়াইয়ের জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাসদ, ন্যাশনাল পিপলস পার্টি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ৬৭ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদের জন্য ২২৬ জন মনোনয়ন ফরম তুলেছেন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীর মনোয়নপত্র যাছাই-বাছাই করা হবে রোববার (২৬ নভেম্বর)। মনোয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৭ থেকে ২৯ নভেম্বর। আপিল নিষ্পত্তি হবে ৩০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৩ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর।

নির্বাচনে মোট ৩ লাখ ৮৮ হাজার ৪২১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।