ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বনপাড়া পৌরসভা ও ২ ইউপিতে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বনপাড়া পৌরসভা ও ২ ইউপিতে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় মেয়র পদে ২ জন, জোয়াড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।

বনপাড়া পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন এবং দুই ইউনিয়নের মনোনয়নপত্র গ্রহণ করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বর্তমান মেয়র কেএম জাকির হোসেন ও বিএনপি মনোনীত জেলা বিএনপির সদস্য মহূয়া নুর কচি মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে, জোয়াড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান চাঁদ মাহমুদ, বিএনপির আলী-আকবর এবং মাঝগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান খোকন মোল্লা, বিএনপির অধ্যাপক আব্দুল আলীম, স্বতন্ত্র প্রার্থী জাসদের মহিবুর রহমান, আওয়ামী লীগের জাহিদুল আলম মোল্লা ও আশরাফুল আলম আশু মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি আরো জানান, মাঝগাঁও ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং জোয়াড়ী ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর যাচাই-বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে হালনাগাদ ভোটার সংখ্যা বনপাড়া পৌরসভায় ২১ হাজার ৩০৯ জন, মাঝগাঁও ইউনিয়নের ২৪ হাজার ৩৪৩ ও জোয়াড়ী ইউনিয়নে ২৮ হাজার ৫৫৭ জন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।