‘এতে কারা লাভবান হয়েছে?’ গতকাল মির্জা ফখরুলের দেয়া বক্তব্যে এমন প্রশ্নের প্রেক্ষিতে ড. হাছান মাহমুদ বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ নয়, এই ঘটনায় যদি কারো লাভ হয়ে থাকে সেটি বিএনপি ও খালেদা জিয়ার হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
'বিডিআর বিদ্রোহের রায়ের আরো তদন্ত হওয়া প্রয়োজন' গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ড. হাছান বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের বিচার হয়েছে। এখন তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া প্রয়োজন।
বিএনপির সম্পৃক্ততার ঘটনা তদন্তের জন্য কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তিনি বেলা ১২ টার আগে ঘুম থেকে ওঠেন না। অথচ সেদিন তিনি সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে সকাল ৭ টার মধ্যে ক্যান্টনমেন্টের বাসা থেকে কেন বের হয়েছিলেন?
সেদিন খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাসায় রাত্রিযাপন করলেন না? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সেদিন তারেক জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বহুবার কথা হয়েছিল যা স্বাভাবিক ছিল না। কি কথা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া এনবিআরকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। এতেই প্রমাণিত হয়, তার যে ব্ল্যাক মানি ছিল তা দালিলিকভাবে স্বীকার করেছেন।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা শফিকুর বাহার মজুমদার টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, পরিষদের সভাপতি মোহাম্মদ জিন্নাত আলী জিন্নাহ, এ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এএম/আরআই