বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের সান্যালবাড়ির মাঠে উপজেলা রুশ বিপ্লব উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. তন্ময় সান্যালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান।
তিনি বলেন, রুশ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তবেই শোষণ, লুটপাট, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। মেহনতি শ্রমিক ও কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হবে।
সভায় জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড টিপু বিশ্বাস, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মুরাদ মোর্শেদ, শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা, বাসদের (মার্কসবাদী) উপজেলা কমিটির সমন্বয়ক রঞ্জন কুমার দে, সাইফুল ইসলাম শাফি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের এ কাজের প্রতিবাদ জানাতে বামদলগুলো হরতালের ডাক দেয়। কিন্তু গণতান্ত্রিক এ কর্মসূচিতেও পুলিশ বাধা দিয়েছে। বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করে নেতাকর্মীদের আহত করেছে। গ্রেফতার করা হয়েছে একাধিক কেন্দ্রীয় নেতাকে।
সভায় বক্তারা পুলিশের এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বগুড়ার উদীচী ও চারণ শিল্পগোষ্ঠীর শিল্পীরা।
এর আগে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমবিএইচ/এএসআর