শুক্রবার (০১ ডিসেম্বর) যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চারটি রাস্তা পাঁকাকরণ কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময়- অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার হইতে ভাটপাড়া তদন্ত কেন্দ্র, তদন্ত কেন্দ্র হইতে এগার শিব মন্দির, ভাটপাড়া গাজী বাড়ি হইতে নওশেরের বাড়ি এবং পিপিবি স্কুল হইতে ভুগিলহাট ঋষিপাড়া পর্যন্ত চারটি রাস্তা পাকাকরণের উদ্বোধন করা হয়।
রনজিত কুমার রায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের শুধুই উন্নয়ন হয়, মানুষের আয় বাড়ে। প্রবৃদ্ধির হার আজ শতকরা ৭.২৮ ভাগে দাঁড়িয়েছে যা পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।
তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৮ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এমনকি, যেখানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভবনা সেখানে সৌর বিদ্যুৎ দেওয়া হচ্ছে।
সম্প্রতি পাবনার রূপপুরে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এমন ক্ষমতা সম্পন্ন পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রধানমন্ত্রী গতকাল উদ্বোধন করেছেন। এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন। কৃষি উপকরণের দাম কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে। ফলে দেশে খাদ্য শস্যের কোনো ঘাটতি নেই। বরং বিদেশে রফতানি করা হচ্ছে। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় অভয়নগরে চারটি রাস্তার কাজ উদ্বোধন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন- অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা বাঘুটিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, যুবলীগ নেতা এম আজিম উদ্দিন, ইউপি সদস্য রোজিনা খাতুন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি সদস্য আশরাফুজ্জামান আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
ইউজি/বিএস