শনিবার (০২ ডিসেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (০১ ডিসেম্বর) রাত ৮টায় গোপালগঞ্জের বেতগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।
বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইবনে মিজান হিরু বাংলানিউজকে বলেন, খান নুরুল ইসলাম ঢাকায় কাজ সেরে দোলা পরিবহনের একটি বাসে বাগেরহাটে ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে প্রথমে গোপালগঞ্জ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাদ আসর দশানী যদুনাথ স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
টিএ