ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনে ভুল করলে জাতি অস্তিত্ব সংকটে পড়বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
আগামী নির্বাচনে ভুল করলে জাতি অস্তিত্ব সংকটে পড়বে সিরাজগঞ্জে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় প্রধান অতিথিরা

সিরাজগঞ্জ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন হবে বাঙালির অস্তিত্বের নির্বাচন। এ নির্বাচনে ভুল করলে জাতি বেশ সংকটের মধ্যে পড়বে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জেলা আওয়ামী লীগ আয়েজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন হয় দু’পক্ষের।

একটি নৌকা প্রতীকের, অপরটি নৌকা বিরোধী শক্তি। নৌকাকে হারানোর জন্য বিপক্ষ শক্তিরা ঐক্যবদ্ধ হয়।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বে রোল মডেল। আমাদের উন্নয়ন, অগ্রগতির পথ সারাবিশ্ব অনুসরণ করে। শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি ছাড়াও ২২টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। অথচ বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে দেশ। তারা ক্ষমতায় থাকলে দেশকে অন্যের সাহায্যের উপর নির্ভরশীল থাকতে হয়। আর শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তাহলে কেন জনগণ তাদের ভোট দেবে? শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশের দিকে নিয়ে যাচ্ছেন। উন্নতির শিখর নিতে আওয়ামী লীগকেই বিজয়ী করতে হবে।  

তিনি বলেন, বিএনপি নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, অথচ তার দল বিএনপি বন্দুকের নলের মুখে প্রতিষ্ঠিত হয়েছে, তার স্বামী (জিয়াউর রহমান) বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন। এদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র এখন শক্তিশালী। আমাদের স্পিকার ও এমপি ইন্টার পার্লামেন্টারিয়ান বোর্ডের নেতৃত্বে ছিলেন। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের গণতন্ত্র এখন শক্তিশালী।  

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এছাড়াও বক্তব্য রাখেন গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভীর ইমাম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।