তিনি বলেন, ক্ষমতায় থাকতে জেল, জুলুম, মামলা এবং প্রশাসনকে সরকার শেষ ভরসা হিসেবে ব্যবহার করছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনুর মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে গণতন্ত্রের লেশমাত্র নেই জানিয়ে খসরু বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে আরও বেপরোয়া হয়ে জেল জুলুমের পথ বেছে নিয়েছে।
জনগণের উপর সরকারের নির্ভরশীলতা নেই এমন মন্তব্য করে তিনি বলেন, অবৈধ,অনির্বাচিত সরকার পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। দেশকে অঘোষিত জেলখানা বানিয়েছে।
জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে এবং সেই জয় হবে গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এএম/আরআই