ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাকেরগঞ্জে আ’লীগ নেতাকে হামলার ঘটনায় আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বাকেরগঞ্জে আ’লীগ নেতাকে হামলার ঘটনায় আটক ৮

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে এক আওয়ামী লীগ নেতা ও পিটিয়ে দুই নেতাকে আহত করার ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ। এরআগে, সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নে মহেষপুর বাজারে ওই হামলার ঘটনা ঘটে।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, ওই হামলায় প্রতিপক্ষ বিএনপি সমর্থক সালাম সিকদারের ছোড়া গুলিতে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ সুলতান আহম্মেদ গুরুতর আহত হন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা ও সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া নামে দুই নেতাকে পিটিয়ে জখম করা হয়।  

খবর পেয়ে ঘটনার রাত থেকে অভিযানে চালিয়ে দুপুর পর্যন্ত অভিযুক্ত ৮ জনকে আটক করে পুলিশ। তবে এদের মধ্যে বেশিরভাগকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।  

এ হামলার ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা না হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, পেটে গুলিবিদ্ধ আওয়ামী লীগের ওই নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হামলার ঘটনায় আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কয়েকদিন পূর্বে মহেষপুর বাজারে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান ও বিএনপি নেতা ছালাম সিকদারের মধ্যে বিবাদের সৃষ্টি হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জেরেই ছালাম সিকদার এ হামলা করেছে বলেও জানান ওসি আজিজুর রহমান।  

** বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭ 
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।