ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে খালেদার আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
প্রধানমন্ত্রীকে খালেদার আইনি নোটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: সৌদি আরবে সম্পদ থাকা সংক্রান্ত মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ০৭ ডিসেম্বর গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে ওই মানহানিকর বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে আইনি নোটিশে।   

প্রধানমন্ত্রীর প্রতি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং কপট ও কুটিল বিবৃতির অভিযোগে তার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে আইনি নোটিশটিতে।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রেজিস্টার্ড ডাকযোগে (উইথ এ/ডি) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নোটিশ পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।