ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনীতিতে তরুণ নেতৃত্ব বিষয়ে খুলনায় গোলটেবিল বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রাজনীতিতে তরুণ নেতৃত্ব বিষয়ে খুলনায় গোলটেবিল বৈঠক বৈঠকে বক্তব্য রাখছেন খুলনা- আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় ‘শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তরুণ নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) খুলনা আঞ্চলিক কার্যালয় মহানগরীর হোটেল ওয়ের্স্টান ইনে রাজনৈতিক দলের নেতা ও তরুণ রাজনৈতিক নেতাদের নিয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

ডিআই'র খুলনা বিভাগের তরুণ নেতাদের জন্য আয়োজিত ফেলোশিপ কার্যক্রমের আওতায় প্রাক্তন ও বর্তমান ফেলোরা এ অনুষ্ঠানের মাধ্যমে দলের জেষ্ঠ্য নেতাদের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজনীতিতে তরুণ নেতৃত্বের বিকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করেন।

তাদের সুপারিশসমূহের মধ্যে রাজনৈতিক দলের নির্বাহী কমিটিগুলোতে তরুণ নেতৃত্বের সংখ্যা বৃদ্ধি, নির্বাচনে প্রার্থী হিসেবে আরো বেশি সংখ্যক তরুণ নেতাদের মনোনয়ন, দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র ও যুব সংগঠনসমূহকে আরো শক্তিশালী করা, সহনশীল রাজনীতি এবং শান্তিপূর্ণ নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।

এ অনুষ্ঠানটি ইউএসএআইডি ও ইউকেএইড'র যৌথ অর্থায়নে রাজনৈতিক তদারকি বাংলাদেশের ল্যান্ডস্কেপ শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা- আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বোবায়ের আহম্মেদ জবা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাফরী নেওয়াজ চন্দন, খুলনা জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবীর, সাংবাদিক মো. সোহরাব হোসেন, মো. নূরুজ্জামান প্রমুখ।

সূচনা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনাস্থ আঞ্চলিক সমন্বয়ক আমেনা সুলতানা।

ইউএসএ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) আরও বেশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিশ্ব অর্জনের লক্ষ্যে সক্রিয় নাগরিকরা ও সংবেদনশীল সরকার সমূহকে সহায়তা দিয়ে আসছে এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহকে সঙ্গে নিয়ে কাজ করছে। ২০১১ সাল থেকে ডিআই বাংলাদেশে অধিকতর অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ অর্জনে কাজ করছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত সারা দেশের ২২৮ জন তরুণ রাজনৈতিক নেতারা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোশিপ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তারা ১৫,০০০ -এরও বেশি তরুণ রাজনৈতিক কর্মীদেরকে বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।