ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ইউপি নির্বাচনের প্রচারণায় হামলা, আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
নোয়াখালীতে ইউপি নির্বাচনের প্রচারণায় হামলা, আহত ১০

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুর নবী বাবুলের নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এতে প্রার্থী নুর নবী বাবুলসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
 
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম স্কুল বাজারে  এ হামলার ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন বিএনপি প্রার্থীর ৪-৫টি  মোটরসাইকেল ভাঙচুর করে।
 
আহতরা হলেন- বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুর নবী বাবুল, নোয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা এনবিএস রাসেল, শহর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জামালুর রহিম জামাল, সদর উপজেলা ছাত্রদল নেতা রাজিব হোসেন রুবেলসহ ১০ জন।
 
আহত চেয়ারম্যান প্রার্থী নুর নবী বাবুল বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রচার-প্রচারণা চলছিল। এসময় প্রতিপক্ষ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান নাছেরের কর্মী যুবলীগ নেতা দিপু, জেলা ছাত্রলীগ নেতা সঞ্জয়, নাইম, রানা, শুভসহ  ১৫-২০ জন সন্ত্রাসী অস্ত্র-সস্ত্র নিয়ে মাইক্রোবাসে করে এসে ইউনিয়নের মেম স্কুল বাজারে ধানের শীষের প্রচারণায় অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে আমিসহ জেলার ১০ নেতাকর্মী আহত হন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।