শুক্রবার (২২ ডিসেম্বর) নবনির্বাচিত মেয়র মোস্তফাকে সঙ্গে নিয়ে নগরীর দর্শনা মোড়ে এরশাদের পল্লি নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রংপুরের মতো আগামীতে সারাদেশেই লাঙলের জয় হবে উল্লেখ করে এরশাদ বলেন, ভোটের আগে রংপুর এসে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, নতুন মেয়র মোস্তফা রংপুরের তৃর্ণমূলের কর্মী। তিনি নেতা হিসেবে পরিচিত না। তাই এতো ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ নির্বাচনের সাফল্য নিয়েই আগামীতে সারাদেশে লাঙল ভালো করবে বলে আমি আশাবাদী।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত রসিক নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন মোস্তাফিজার রহমান মোস্তাফা। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। এ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরআইএস/