শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের নাজিরমহল্লা এলাকার জেলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে আলোচনা সভা শেষে এ ঘোষণা দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, শাহ আজিজুর রহমান, এএসএম মানিক, হারুন অর রশিদ, বিমল মুখার্জী, অধ্যাপক ইসাহাক শরীফ প্রমুখ।
সভায় মেয়র প্রার্থীর পাশাপাশি দলীয়ভাবে কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
এরা হলেন ৬ নম্বর ওয়ার্ডে এএসএম মানিক, ২৩ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম খোকন, ১৯ নম্বর ওয়ার্ডে বিমল মুখার্জী, ২৬ নম্বর ওয়ার্ডে অধ্যাপক বিপ্লব দাস, ৭ নম্বর ওয়ার্ডে অধ্যাপক পরিতোষ চন্দ্র হালদার, ৯ নম্বর ওয়ার্ডে সম্পা দাস, ২ নম্বর ওয়ার্ডে স্বপন দত্ত, ৪ নম্বর ওয়ার্ডে সুমন দত্ত এবং সংরক্ষিত আসন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জোৎস্না বেগম।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এমএস/এএ