অন্যদিকে, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সূক্ষ্ম কারচুপি হয়েছে। তাদের এ ধরনের বক্তব্য নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বন্দর কার্যালয়ে বিবির বাজার স্থলবন্দর ও কাস্টমস অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান আরো বলেন, রংপুরে আওয়ামী লীগ হারলেও এক ধরনের যে সুষ্ঠু নির্বাচনের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই আমাদের জয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সার্কিট হাউজে পরিবহন মালিক, শ্রমিক নেতাদের সঙ্গে তাদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন মন্ত্রী।
বন্দর পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসএইচ