ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এককভাবে সংসদ নির্বাচনে যেতে প্রস্তুত জাপা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এককভাবে সংসদ নির্বাচনে যেতে প্রস্তুত জাপা  সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এরশাদ/ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: জাতীয় পার্টির (জাপা) এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকার ভালো অবস্থানে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, রংপুরের সিটি নির্বাচন একটি দৃষ্টান্ত।

এ নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। এরকম যদি সারা দেশে করতে পারে, ইসির (নির্বাচন কমিশন) নাম ইতিহাসে লেখাতে পারবে। তবে করতে পারবে কিনা সেটা জানি না। আমরা দোয়া করবো।

জাপা চেয়ারম্যান বলেন, আগামীতে বিএনপির অবস্থা, আওয়ামী লীগের অবস্থা দেখার পরে সিদ্ধান্ত নেবো আমরা কীভাবে নির্বাচন করবো। নির্বাচনের জন্য ৩শ আসনের জন্যই আমাদের প্রস্তুতি চলছে। তবে ফাইনাল এখনো হয়নি।  

এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। সরকার ভালো আবস্থানে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, সময়মতো হবে।  

কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে দুপুর ১২টার দিকে অবতরণের পর এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পৌর মেয়র আ. বারেক মোল্লা ও স্থানীয় জাতীয় পার্টি সভাপতি মো. আনোয়ার হোসেন হাওলাদার ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব শেষে কুয়াকাটা গ্রান্ড হোটেলে অবস্থান করেন।  

সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, তার সন্তান এরিক এরশাদ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।