মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়ে থাকে।
খালেদা জিয়া ২০১৩ সালে জ্বালও-পোড়াও, ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টা এবং ২০১৫ সালে হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে তিনি ব্যর্থ হয়েছেন। আবারও আন্দোলন করতে গেলে বিএনপি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। তাই তার উচিত হবে প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা। নয়তো তিনি ক্ষতিগ্রস্ত হবেন, যোগ করেন মন্ত্রী।
এ সময় অনেকের মধ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসআই