ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, জানুয়ারি ৫, ২০১৮
রাজশাহীতে আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি: বাংলানিউজ

রাজশাহী: ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ উপলক্ষে রাজশাহীতে আনন্দ মিছিল না হলেও সমাবেশ ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় মহানগরীর কুমারপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

প্রথমেই ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ উদযাপন উপলক্ষে সমাবেশ করা হয়।

 
দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি  মহানগর আওয়ামী লীগ।  ছবি: বাংলানিউজ
এতে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোহাম্মদ আলী কামাল, নওশের আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ। পরে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান।

এদিকে, শুক্রবার সকালে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে বিএনপি। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু পুলিশি বাধার মুখে শেষ পর্যন্ত তারা কালো পতাকা মিছিল বের করতে পারেনি। পরে মহানগরীর মালোপাড়ার কাবিল ম্যানশনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীরা বসে পড়েন। এখানে পুলিশি বেষ্টনির মধ্যে বিক্ষোভ সমাবেশ করেন।
মালোপাড়ার কাবিল ম্যানশনের দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে বিএনপি।  ছবি: বাংলানিউজ
কালো পতাকা নিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ নগর বিএনপির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।