ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বরিশালে নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বরিশালে নানা কর্মসূচি বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

বরিশাল: বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের সোহেল চত্বরস্থ মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলন করা হয়।  সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস-এমপি এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

এছাড়া দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।