এসময় তিনি দল মনোনয়ন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) লড়বেন বলে জানিয়েছেন।
শনিবার বিকেলে (১৩ জানুয়ারি) ঝটিকা সফরে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সবাইকে চেয়ারপার্সনের আদেশ-নির্দেশ মেনে চলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন, দলকে সংগঠিত করে আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।
সভায় সৈয়দপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি শামসুল আলম, যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নীলফামারীতেও এক কর্মীসভায় বেবী নাজনীন বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এখানে এসেছি।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
আরএ