ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘আওয়ামী লীগ এখন ভাঙা কলসির মতো বাজছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, জানুয়ারি ২৭, ২০১৮
‘আওয়ামী লীগ এখন ভাঙা কলসির মতো বাজছে’ বক্তব্য রাখছেন রূহুল কবির রিজভী আহমেদ

নীলফামারী: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রূহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা এখন ভাঙা কলসি, আর ভাঙা কলসি বাজে বেশি।’

শনিবার সকালে (২৭ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাওয়ার আগে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ভ‍ুয়া, জাল নথির উপরে সাজানো।

দেশে আইনের শাসন থাকলে এ ব্যাপারে অভিযোগ হতো না, মামলাও হতো না। আমরা রাজনৈতিক ও আইনিভাবে মামলাটি মোকাবেলা করবো।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল খালেকসহ সৈয়দপুরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।