মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ ঘটনায় দলের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, রাত পৌনে ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।
** গয়েশ্বর চন্দ্র রায় আটক, দাবি বিএনপির
‘আমরা চাই অবিলম্বে গয়েশ্বর চন্দ্রকে তার পরিবার ও দলের কাছে ফিরিয়ে দেওয়া হোক। ’
রিজভী বলেন, গোয়েন্দা পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।
এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএম/এমএ