ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ওয়ার্ড আ’ লীগের কাউন্সিল বর্জন ৬ প্রার্থীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
সিরাজগঞ্জে ওয়ার্ড আ’ লীগের কাউন্সিল বর্জন ৬ প্রার্থীর 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বর্জন করেছেন ছয় প্রার্থী।  

ভোটার তালিকায় বিএনপি-জামায়াত সমর্থকদের নাম থাকা এবং ওই তালিকায় এক প্রার্থী ও তার প্রস্তাবক-সমর্থকের নাম না থাকায় তারা ভোট বর্জন করেন।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডলের মিরপুর মহল্লার বাড়িতে এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জন করা প্রার্থীরা হলেন-সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল, শরিফুল ইসলাম আদনান, সোহেল রানা এবং সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানা, দিপু আহমেদ সেলিম এবং সাইফুদ্দিন প্রামাণিক।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, বুধবার বিকেলে কাউন্সিল হওয়ার কথা। এতে সভাপতি ও সম্পাদক পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু ভোটের মাত্র একদিন আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মনগড়া ভোটার তালিকা প্রার্থীদের সরবরাহ করা হয়। ওই তালিকায় সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুদ্দিন প্রামাণিক ও তার প্রস্তাবক এবং সমর্থকের নাম নেই। এছাড়া তালিকায় একাধিক বিএনিপ-জামায়াত কর্মীর নাম রয়েছে।

অবিলম্বে কাউন্সিল স্থগিত করে ভোটার তালিকা সংশোধন করে সম্মেলনের নতুন তারিখ ঘোষণার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।