বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে রংপুর ও রাজশাহী জোনের ৩৫টি সেতুর নির্মাণকাজের চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ওইদিন অনুপ্রবেশকারীরা হামলা করেনি, পূর্ব পরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা করা হয়েছে।
‘নির্বাচন থেকে সরিয়ে রাখতে হামলার ঘটনা দিয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে সরকার’ বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, পুলিশকে দোষ দিতে পারবেন না, তারাই (বিএনপি) এ ঘটনা ঘটিয়েছে। ফুটেজ আছে ওই হামলার। ফুটেজ মুছে যায় না, এটা পরিষ্কার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, এ ধরনের ঘটনাকে আশকারা দিলে ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে পারে। যে কারণে সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।
এর আগে ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ অধিদফতরের রংপুর জোনে ১৯টি এবং রাজশাহী জোনে ১৬টি ব্রিজের চুক্তি সই হয়।
সংশ্লিষ্টরা বলছেন, জাপানের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে জাইকা ৯০৫ কোটি টাকা এবং সরকার দেবে এক হাজার ৭ কোটি টাকা। ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসএ/এমএ