ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কমলনগরে ইজিবাইক উল্টে নারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, ফেব্রুয়ারি ২, ২০১৮
কমলনগরে ইজিবাইক উল্টে নারী নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) চর কাদিরা ইউনিয়ন সভাপতি বাহার উদ্দিন মিয়ার স্ত্রী বিবি রহিমা (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-চকবাজার সড়কের বেড়ির মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিবি রহিমা ফজুমিয়ারহাট থেকে ইজিবাইকে চক বাজার এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

পথে চক বাজার রাস্তার মাথায় বেড়ি থেকে ইজিবাইকটি নামতে গেলে ছয়জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন যাত্রী আহত হন। গুরুতর আহত বিবি রহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।