ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, ফেব্রুয়ারি ২, ২০১৮
ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মাহেন্দ্র গাড়ি থেকে পড়ে মাসুদ মিয়া (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাদারসী এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

মাসুদ মিয়া মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাসুদ মিয়া মাহেন্দ্র গাড়িতে করে বাড়ি থেকে ভাণ্ডারিয়া যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে চরখালী-মঠবাড়িয়া সড়কের ভাণ্ডারিয়ার মাদারসী এলাকায় মাহেন্দ্রটি হঠাৎ ব্রেক করলে মাসুদ মিয়া মাহেন্দ্র থেকে পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।