ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ওবায়দুল কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ওবায়দুল কাদের গণসংযোগে ওবায়দুল কাদের

নোয়াখালী: দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে গণসংযোগে নামলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সিরাজপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল কাদের।

প্রথমে তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুরের মিরের পুলে অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন।

এরপর হাবিবপুর বাজার, লোহারপুল, শাহজাদপুরের জালিয়া পুকুর (বিদ্যানগর) ও পাটওয়ারীহাটে অবস্থানরত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত করেন। পরে কবিরহাট উপজেলার সৌদিয়া বাজারের উদ্দেশে চলে যান।
গণসংযোগকালে ওবায়দুল কাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডসহ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এসময় মন্ত্রী উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে আমাকে অবহিত করবেন। আমি আপনাদের জন্য আছি। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কিছু অবশিষ্ট থাকলে তা অচিরেই সম্পন্ন করা হবে।

ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকার সাধারণ মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি।

গণসংযোগকালে মন্ত্রীর সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম ও উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন মিকন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।