ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আ’লীগ নেতার পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, ফেব্রুয়ারি ৩, ২০১৮
নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আ’লীগ নেতার পা বিচ্ছিন্ন

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বদিউর রহমান (৪৫) নামে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদকের পা উড়ে গেছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চাকঢালা সীমান্তের ৪৫ নং পিলারের কাছে হামিদিয়াপাড়া এলাকায় জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সীমান্তের জিরো পয়েন্টে ফুল ঝাড়ু সংগ্রহ করতে গিয়েছিলেন বদিউর রহমান।

সেখানে আগে থেকে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার দু’টি পা উড়ে যায়। সীমান্তে মিয়ানমারের বিজিপি পাহারায় থাকায় আহতকে উদ্ধার করতে সময় লাগে। রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তের জিরো লাইনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী স্থলমাইন ও বিস্ফোরক বসিয়েছে বলে জানান স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ির ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, ঘটনার পর স্থানীয়রা বদিউর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। আহত বদিউর রহমান ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।