ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদার বেকসুর খালাসে… আ’লীগ খুশি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
‘খালেদার বেকসুর খালাসে… আ’লীগ খুশি’ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেছেন ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া যদি বেকসুর খালাস পায় তাহলে আমাদের অসুবিধা কোথায়? নির্বাচনে তার আসার অনিশ্চয়তা দূর হবে। তাতে আমরা খুশি।’

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রকাশের আগে খালেদা জিয়ার বুধবারের সংবাদ সম্মেলনে বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়

মন্ত্রী বলেন, আমরা ভালো নির্বাচন চাই, অংশগ্রহণমূলক।

সেখানে বড় দল হিসেবে বিএনপিও অংশগ্রহণ করুক- এটা আমরা চাই, প্রতিদ্বন্দ্বী ছাড়া আমরা ফাঁকা মাঠে গোল দেব, সেটা চিন্তা করি না।

তিনি বলেন, খালেদা জিয়াকে নির্মূল করার ইচ্ছা আমাদের নেই।

এ মামলার সঙ্গে আওয়ামী লীগ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন সংশ্লিষ্টতা নেই জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, করবেও না।

মামলার রায় প্রধানমন্ত্রী লিখে দিয়েছেন বিএনপির এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে অপরাজনীতির নোংরা খেলায় মেতে উঠেছে, আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে আইন তার নিজস্ব ও স্বাভাবিক গতিতে সর্বদা ক্রিয়াশীল থাকবে। ধনী, গরীব, নির্বিশেষে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।

খালেদা জিয়া ও বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, কেউ রাজনীতি করলে তার দুর্নীতির বিষয় কী আদালতের বিচার্য বিষয় হবে না। কেউ রাজনীতি করলে তিনি কী আইনের ঊর্ধ্বে উঠে যাবেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের বলেছেন যে- পুলিশ, সেনাবাহিনী তথা সমস্ত প্রশাসনিক জায়গায় তাদের লোক আছে তারা যেন ভয় না পায়। আমার কথা হল-অভয় দিয়ে তিনি এবং তার নেতারা তাহলে কেনো ভয় পাচ্ছেন?

খালেদা জিয়াকে উদ্দেশে করে তিনি বলেন, আপনি নিরাপরাধী হলে আদালতে গিয়ে প্রমাণ করুন। আদালত তো কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। আদালত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি মামলার রায়কে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি ও আতঙ্কের সৃষ্টি করা হয়েছে এটা  তো আগে কখনো হয়নি। এবারই প্রথম। বিএনপি তাদের পুরোনো কৌশলে গিয়ে আগুন সন্ত্রাসের রাজনীতিতে ফিরে যাওয়ার উস্কানি দিচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধেও তো মামলা হয়েছে। তিনি তো নিয়মিত আদালতে গিয়েছেন। জামিন নিয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। তাহলে খালেদা জিয়া কেনো আইনের ঊর্ধ্বে উঠে যাবেন?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি, খালেদা জিয়া আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

তিনি বলেন, আজকে আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কি কোনো প্রয়োজন আছে। আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটা নজীরবিহীন, বাজে দৃষ্টান্ত।

সংবাদ সম্মেলন ডেকে মায়া কান্না করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে মন্তব্য করে কাদের বলেন, রায়ের আগে সংবাদ সম্মেলন পৃথিবীতে বিরল।

এসময় জনগণকে বিএনপির নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেকগুলো ইনফরমেশন আছে, বিভিন্ন জেলা-উপজেলা থেকে তথ্য আছে- তারা নাশকতা করার সরঞ্জাম জড়ো করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এ তথ্যের ভিত্তিতে জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশকে সতর্ক হতে হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে সারাদেশে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ মামলার রায় নিয়ে অপতৎপরতা চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নিবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
** ‘যুদ্ধ ঘোষণা করেছেন খালেদা’

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।