ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
নোয়াখালীতে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫ নোয়াখালীতে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

নোয়াখালী: নোয়াখালীতে পূর্ব ঘোষণা ছাড়া বের করা বিএনপির মিছিলে পুলিশ বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পৃথক দুই সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন পাঁচজন। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর দেওয়ার প্রতিবাদে বিকেল ৩টার দিকে জেলা শহরের দত্তেরহাট বাজার ও জেলা জজ কোর্ট চত্বরে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধরা হলেন-বিএনপি কর্মী শামীম (২৫) ও রুবেল (২২)। বাকি আহতরা হলেন-অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আবদুল মালেক ও অ্যাডভোকেট আবদুল কাদের।

স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর দত্তেরহাট বাজার এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় শামীম নামে এক বিএনপি কর্মী এবং রুবেল নামে এক দোকানদার গুলিবিদ্ধ হন।

অন্যদিকে, রায়ের পর জেলা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা একটি প্রতিবাদী মিছিল বের করে। এতে বাধা দেয় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ওই তিন আইনজীবী আহত হন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে, এসময় কোনো গুলির ঘটনা ঘটেনি। ফের এমন ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।