বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রায় পরবর্তী এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা জানান।
তিনি বলেন, রায়ের কপি পেলে আপিল করবো এ রায়ের বিরুদ্ধে।
এর আগে রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ম্যাডাম আপিল করতে বলেছেন। সার্টিফায়েড কপি পাওয়ার পর আমরা উচ্চ আদালতে আপিল করবো।
দুপুরে অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দেন বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত আদালতের ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। পাশাপাশি তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে অর্থদণ্ডও দিয়েছেন আদালত
বাকি চার আসামি হলেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এএম/এমএ