ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাভাবিক নিরাপত্তায় নাজিমুদ্দিন রোড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
স্বাভাবিক নিরাপত্তায় নাজিমুদ্দিন রোড পুরাতন কেন্দ্রীয় কারাগার (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সরেজমিন ঘুরে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় এ চিত্র দেখা যায়।

নিরাপত্তার দায়িত্বে থাকা সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) আবুল বাশার বাংলানিউজকে জানান,কারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রযেছে।

পুলিশের পর্যাপ্ত সদস্য এখনো মোতায়েন রয়েছে।

রাতের পর সকালেও নিরাপত্তা ব্যবস্থার কোনো পরিবর্ত হয়নি। তবে পুলিশের একটি এপিসি এনে কারাগারের সামনে রাখা হয়েছে বলেও জানান আবুল বাশার।

শুক্রবার সকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কোনো সাধারণ মানুষের কোনো ভিড় পরিলক্ষিত হয়নি।

এর আগে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের এ পুরাতন কারাগারে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাত থেকেই কারা এলাকার চারপাশে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।