ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াতের রোকনসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, ফেব্রুয়ারি ৯, ২০১৮
রাজশাহীতে জামায়াতের রোকনসহ আটক ২ জামায়াতের রোকনসহ আটক ২-ছবি-বাংলানিউজ

রাজশাহী: নাশকতার সন্দেহে রাজশাহীর নিউমার্কেট এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াতের রোকন আবু বক্কর সিদ্দিকসহ (৫৬) দুইজনকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের আটক করা হয়। 

আটক অপরজন হলেন- ছাত্রশিবির কর্মী আকাশ (২৬)।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বিএনপির কর্মসূচি পালনের পর পুলিশি টহল চলছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা নাশকতা চালানোর জন্য জড়ো হয়েছিলো। বর্তমানে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।  

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।