বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কারাগারে বাইরের কোনো রান্না করা খাবার গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবারও তার ভাগ্নেসহ পাঁচ স্বজন দেখান করেন। এ সময় তারা নানা রকম ফল আনেন। যা খালেদাকে দেওয়া হয়েছে।
কারাগার সূত্র আরও জানায়, খালেদা জিয়ার সঙ্গে কারাগারের ভেতরে অফিস কক্ষে তার স্বজনেরা দেখা করেন। কিছু সময় কথা বলে এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে সেখান থেকে বেরিয়ে যান তারা।
এদিকে খালেদা জিয়ার রায়ের কপি বৃহস্পতিবারও তার আইনজীবীরা পাননি। দিনভর কারাফটকে অপেক্ষার পর ফিরে গেছেন আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ আদালত। একই সঙ্গে ১০ বছর করে কারাদণ্ড পেয়েছেন তার খালেদাপুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামি।
রায় ঘোষণার পরপরই সাবেক এ প্রধানমন্ত্রীকে নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এজেডএস/জিপি/