ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাটোরে জামায়াতের নেতাসহ ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
নাটোরে জামায়াতের নেতাসহ ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নাটোর: সন্ত্রাস দমন আইনে নাটোরের গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল খালেক মোল্লা (৫৫) এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ফয়সাল হোসেন আবুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মার্চ) দুপুরে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকা থেকে আব্দুল খালেক মোল্লাকে এবং ভোরে সদর উপজেলার তেবাড়িয়া এলাকা থেকে আবুলকে আটক করা হয়।

খালেক মোল্লা উপজেলার চাঁচকৈড় পুরান পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে ও আবুল নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বাংলানিউজকে বলেন, খালেক মোল্লা গত কয়েকদিন ধরেই গোপনে এলাকায় আইন-শৃঙ্খলা পরিবেশ নষ্ট করতে ও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কাজ করছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বৌভাত অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন ও নাশকতার আইনে মামলা রয়েছে।

অপরদিকে নাটোর সদর থানার উপ-পরির্দশক (এসআই) মিঠুন কুমার সরকার বাংলানিউজকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা ও ঝটিকা মিছিল বের করে আইন-শৃঙ্খলা পরিবেশ অস্থিতিশীল করে তুলতে ভূমিকা রাখছিলেন ভাইস চেয়ারম্যান ফয়সাল হোসেন আবুল।

ভোরের দিকে সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের প্রতিবেশীর বাড়িতে অবস্থানকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।