ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভুয়া মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধারাই দায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
ভুয়া মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধারাই দায়ী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

লালমনিরহাট: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধার কারণেই আজ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। প্রতিদিন মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েই চলেছে। এর জন্য আমরা মুক্তিযোদ্ধারাই দায়ী।

রোববার (৪ মার্চ) দুপুরে লালমনিরহাটের বুড়িমারীতে মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের হেডকোয়ার্টারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা বলতে পারেন না, তার বাবা কোন সেক্টরে যুদ্ধ করেছেন।

বলতে পারেন না, জাতীয় চার নেতার নাম। বিষয়টি লজ্জার হলেও সত্য যে অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা জানেন না, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কবে। এ লজ্জা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা বুলেটের মাধ্যমে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে এ দেশ উপহার দিয়েছেন। এবাব বুলেট নয়, ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পর থেকে শেখ হাসিনা ছাড়া কোনো সরকারই মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করেনি। এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন স্মৃতি ১০ মিনিট করে রেকর্ড করা হবে, যোগ করেন মন্ত্রী।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহেম্মদ।

রূপালী ব্যাংকের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আতাউর রহমান প্রধানের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি এমপি, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।