বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি জনসভায় যোগদানের আগে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ সরকারি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না।
মতবিনিময় সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রব বলেন, কেউ জেলে থাকবে আবার কেউ সরকারি টাকা, গাড়ি ব্যবহার করে ভোট চাইবে এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি তারা তা করতে ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করে চলে যাক।
পরে নেতৃবৃন্দ আশুগঞ্জ রেল গেইটে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এনটি