ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবিতে ছাত্রলীগের দুই নেতাকে মারধর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ঢাবিতে ছাত্রলীগের দুই নেতাকে মারধর আহত ঢাবি শিক্ষার্থী/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের ২৯তম সম্মেলন পেছানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধর করা হয়েছে।

শুক্রবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগ নেতারা হলেন- সূর্য সেন হলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মিশকাত হাসান ও স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী সাগর রহমান।

আহতদের দাবি মারধরকারীরা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের পদধারী। সম্মেলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাদের মারধর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, আমি ঘটনাটা শুনেছি। যারা মারধরে জড়িয়েছে তারা ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, যারা মারধরে জড়িয়েছে তারা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। তবে ছাত্রলীগের কেউ যদি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।