ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
দেশের জনগণ শান্তি চায়, উন্নয়ন চায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

মৌলভীবাজার: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'দেশের জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। জনগণের চাওয়া অনুযায়ী শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ফের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  

শনিবার (১০ মার্চ) বিকেলে মৌলভীবাজারের ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক করেছিলেন, খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় এসে তা বন্ধ করে দেন। আমরা ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার তা চালু করেছি। আরও নতুন ৩ হাজার কমিউনিটি ক্লিনিক করার প্রস্তাব রয়েছে আমাদের কাছে। তাও ক্রমান্বয়ে করা হবে।

এসময় নাসিম মৌলভীবাজারবাসীর দাবি 'মেডিকেল কলেজ' প্রসঙ্গে বলেন, 'মৌলভীবাজারবাসীকে মেডিকেল কলেজ করে দেওয়া হবে। কিন্তু তার বিনিময়ে আগামী দিন নৌকায় ভোট দিতে হবে। নির্বাচনের আর মাত্র ৯ মাস বাকী।

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,  মানুষের ঘরে ঘরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। মনে রাখতে হবে, উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার।

মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, প্রমুখ।

এর আগে দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম আহমদ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।