ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ সরকার দেশের সব ক্ষেত্রে উন্নয়ন করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আ’লীগ সরকার দেশের সব ক্ষেত্রে উন্নয়ন করেছে অনুষ্ঠানে পুরস্কার তুলে দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন/ ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অন্য কোনো সরকারের আমলে হয়নি। আওয়ামী লীগ সরকার দেশের সব ক্ষেত্রে উন্নয়ন করেছে।

শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা জি কে স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাহিদ মালেক স্বপন ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাহিদ মালেক স্বপন বলেন, মানসিক উন্নয়নের জন্যে সরকার বিনোদনের দিকেও গুরুত্ব দিয়েছে, বিনোদনের জন্যে খেলাধুলার কোনো বিকল্প নেই।

আ’লীগ সরকার প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণ করছে, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করছে।

তিনি বলেন, দেশে এখন আন্তর্জাতিক মানের খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।

জি কে স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. বদর উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য মো. শামছুল হক, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফারজানা সিদ্দিকী, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক এবং জি কে স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

জাহিদ মালেক স্বপন ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগীতায় মানিকগঞ্জ খোকন একাডেমিকে ১ গোলে হারিয়ে পাবনা আছাদুল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।