তিনি বলেন, আমরা জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। রাতের মধ্যেও যদি অনুমতি পাই, দলের নেতাকর্মীরা সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হবে এবং চেয়ারপারসনের মুক্তির আন্দোলন জনসভা সফল করবে।
রোববার (১১ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, এখনো সময় আছে। ১৬ কোটি মানুষের দেশ এটা। এখানে উল্টাপাল্টা করে বেশিদিন টেকা যাবে না। আর যদি অনুমতি না দেয় তাহলে বোঝা যাবে তারা গণতন্ত্রকে গলা টিপে ধরছে। বিএনপির জনসভায় ভয় পেয়ে পুলিশ দিয়ে অনুমতি না দেওয়ার কাজটি করছে ক্ষমতাসীনরা।
এসময় তিনি রাত ৮/৯টা বাজলেও পুলিশের পক্ষ থেকে জনসভার অনুমতি দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশি-বিদেশি মাস্টারপ্ল্যানে নির্বাচন করতে সরকার নীলনকশা করছে বলে মন্তব করে রিজভী বলেন, গতকাল ওবায়দুল কাদের বলেছেন, 'ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের কাছে দেন দরবার করছে। আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই, বিএনপি জনগণের দল, আর জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। বিএনপি নয়, আওয়ামী লীগই ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দরবার করছে।
'বিদেশি সংস্থাগুলো জানিয়ে দিয়েছে, যে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে' যোগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেয় দলটি। এদিকে জনসভা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি পায়নি বিএনপি।
সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এএম/এএ