ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কংগ্রেস সম্মেলনে যাচ্ছে আ’লীগ প্রতিনিধি দল 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
কংগ্রেস সম্মেলনে যাচ্ছে আ’লীগ প্রতিনিধি দল 

ঢাকা: সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির আমন্ত্রণে ভারতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তিন সদস্যদের প্রতিনিধি দল। ১৭ ও ১৮ মার্চ (শনি ও রোববার) অনুষ্ঠেয় ৮৪তম ন্যাশনাল কংগ্রেসের প্ল্যানারি সেশনে যোগ দেবেন তারা। 

বৃহস্পতিবার (১৫ মার্চ) আওয়ামী লীগের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শুক্রবার (১৬ মার্চ) ভারতের উদ্দেশে রওনা দেবে দলটি।  

সফরে প্রতিনিধি দলটি কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করবে। সর্ব ভারতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার পর রাহুলের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের এটাই হবে প্রথম বৈঠক।  

এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ২১ এপ্রিল ভারত যাচ্ছে আরও একটি প্রতিনিধি দল। ২৭ এপ্রিল পর্যন্ত ভারত সফর করবে ২২ সদস্যের এ প্রতিনিধি দল; যার নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।