ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি 

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন শনিবার (১৭ মার্চ)। দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সকালে টুঙ্গীপড়া যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে  টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে।

 

সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতারা শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন।  

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ার উদ্দেশে রওয়ানা হবে। সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন।  

১৮ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮ 
এসকে/এএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।