মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে তিনটি নাশকতার মামলার ওয়ারেন্টে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সরকার বিরোধী আন্দোলন ও নাশকতা চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন খোরশেদ।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে তিনটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাছাড়া নাশকতার আরও কোনো ঘটনায় খোরশেদ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার (১৯ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর আদর্শ স্কুল থেকে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের সময় খোরশেদকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমপি/এনএইচটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।