ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম জামিনে মুক্ত হয়েছেন।
মঙ্গলবার (২০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।
২ ফেব্রুয়ারি রাত ৯টায় বিএনপির ওই দুই নেতাকে মহাখালী ডিওএইচএস ৩১ নম্বর রোডের ২৬৭ নম্বর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এএম/এসএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।