ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক গুলশানে রাষ্ট্রদূতদের বহনকারী গাড়ি

ঢাকা: ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা। 

বুধবার (২১ মার্চ) বিকেল সোয়া চারটায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।  

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মওদুদ আহমদ, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, নির্বাহী সদস্য তাবিথ আওয়াল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

 

গাড়ি থেকে নামছেন একজন রাষ্ট্রদূতসৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত ও  অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডের উপ-রাষ্ট্রদূত ইতোমধ্যে বৈঠকে যোগ দিয়েছেন।  

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।