ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
সাতক্ষীরায় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বুধবার (২৮ মার্চ) দুপুরে কলেজ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী রাজ, তাজ, শাকিল ও শাহারুল ইসলাম।

তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাভাপতি হুমায়ুন কবির রাসেল বাংলানিউজকে জানান, কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলছিল। এ সময় যুবলীগের কিছু কর্মী এসে কলেজে টাঙানো ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলে। এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসমাউল হুসাইন বাংলানিউজকে বলেন, কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলাকালে কলেজ ছাত্রলীগের সভাপতির সমর্থকরা এসে প্রধানমন্ত্রী ও আমার ছবি ছিড়ে ফেলে উল্লাস করতে থাকে। বাধা দিলে সভাপতির সমর্থকরা আমার কর্মীদের ওপর হামলা করে। এতে চারজন আহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, কলেজে ফরম ফিলাপ ও এনজিওদের অনুষ্ঠান এক সঙ্গে চলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।