ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য অবনতিতে সরকার দায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
খালেদা জিয়ার স্বাস্থ্য অবনতিতে সরকার দায়ী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির জন্য সরকারকে দায়ী করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। 

তিনি বলেছেন, একটি পরিত্যক্ত কক্ষে, নির্জন স্থানে খালেদা জিয়া রাখা হয়েছে। এই কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।

এজন্য সরকারই দায়ী।  

শনিবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছুটে যান বিএনপি নেতারাও।  

এ সময় সাংবাদিকদের ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সব সময় উনার (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করিয়েছেন। আমরা দাবি জানাচ্ছি, এখনও তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়েই চিকিৎসা করানো হোক।  

তিনি বলেন, আমরা হঠাৎ করে শুনলাম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সরকারের নির্দেশক্রমে ওনার শরীরের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।  

এর আগে সকালে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর ফের কারাগারে নিয়ে যায় বিএনপি প্রধানকে।  

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।