শনিবার (০৭ এপ্রিল) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে যে উন্নয়ন হচ্ছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, শেখ হাসিনার সমতুল্য খালেদা জিয়া কিংবা এরশাদ হতে পারেন না। শেখ হাসিনার সরকার চলতি অর্থবছরে শুধু শিক্ষা ক্ষেত্রে ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। যা আর কারও পক্ষে সম্ভব হয়নি।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
পরে জনসভা মঞ্চে বিএনপি-জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
এর আগে ৩০ কোটি টাকা ব্যয়ে ডিমলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা-জলঢাকা সড়ক ও ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী আসাদুজ্জামান নুর ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
টিএ